| বঙ্গাব্দ
ad728
ad728

চকরিয়া অস্ত্রসহ আন্তজেলা ডাকাত গ্রেফতার

রিপোর্টারের নামঃ Super Admin
  • আপডেট টাইম : 01-10-2025 ইং
  • 2155 বার পঠিত
চকরিয়া অস্ত্রসহ আন্তজেলা ডাকাত গ্রেফতার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার আন্তজেলা ডাকাতদলের সদস্যরা

মোঃ মোরশেদ আলম চৌধুরীঃ

কক্সবাজার জেলার চকরিয়ায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানার প্রেসনোট সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতের দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘী লামা–আলীকদম রোডের চকরিয়ার শেষ সীমান্ত এলাকায় ৮–৯ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে যানবাহন আটকে ডাকাতির চেষ্টা করে। এসময় ডাকাতরা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং যাত্রীদের মারধর করে। স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মহাসড়কের দুই পাশের গভীর জঙ্গলে পালিয়ে যায়। এ ঘটনায় এসআই জাকির হোসেন বাদী হয়ে চকরিয়া থানায় মামলা নং–৫০, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫, ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করেন।

১ অক্টোবর পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন এর সার্বিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই সোহরাব সাকিব, এসআই আরকানুল ইসলাম, এএসআই খলিলুর রহমান, এএসআই জুয়েল বড়ুয়া, এএসআই আনোয়ার হোসেন, এএসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ফাঁসিয়াখালী এলাকার গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড়ে অভিযান পরিচালনা করে চার ডাকাতকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলো:

১। মোঃ ওমর ফারুক (২৮), পিতা- শহরমুল্লুক, সাং–অচিতার বিল, ফাঁসিয়াখালী, চকরিয়া।

২। মোঃ জিসান (১৯), পিতা–মোঃ ফয়েজ, সাং–অচিতার বিল, ফাঁসিয়াখালী, চকরিয়া।

৩। জসিম উদ্দিন ওরফে বার্মাইয়া জসিম (২৬), পিতা–জাকের আহমেদ, সাং–অচিতার বিল, ফাঁসিয়াখালী, চকরিয়া।

৪। মোঃ মোবারক (২৫), পিতা–নজরুল ইসলাম, সাং–মুসলিম নগর, ফাঁসিয়াখালী, চকরিয়া।

অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, একটি দেশীয় তৈরী লোহার পাইপগান, একটি তাজা কার্তুজ, এবং পাঁচটি দা ও রামদা উদ্ধার করা হয়।

চকরিয়া থানা ওসি তৌহিদুল আনোয়ার জানান, ধৃত আসামিরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চকরিয়াসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে থানার পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসারে কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোচিত সংবাদ - সত্যের কথা বলে | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় এম এইচ মিডিয়া গ্রুপ লি: