চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অর্থায়নে সমতা নারী উন্নয়ন সংস্থা সহযোগিতায় দরিদ্রের সামগ্রিক উন্নয়নে ১৯ টি পরিবারকে ৩ মাসের প্রশিক্ষণ সহ ১৯ জন দুস্থ, অসহায় ও বিধবা মহিলার মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন।
আজ (১ই অক্টোবর) বুধবার বিকাল ৪ ঘটিকায় সমতা নারী উন্নয়ন সংস্থার নিজস্ব অফিস হল রুমে এই সেলাই মেশিন বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সভাপতি মোঃ আসলাম কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক কামাল সুকরানা, ধাইনগরে হ্যাভেন বুটিকের নারী উদ্দ্যোক্তা হোসনে আরা বেগম,চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তা শামীমা বেগম।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ৬ষ্ঠ পর্যায়ে অর্থায়নে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে তিন মাস ব্যাপী প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ১৯ জন দুস্থ, অসহায় ও বিধবা মহিলার মাঝে ১৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সমাজের পিছিয়ে পড়া, দুস্থ অসহায় মহিলাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রতিটি এনজিও’র উচিত আরো বেশী সংখ্যক যুবতী ও নারীকে প্রশিক্ষনের আওতায় নিয়ে এসে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নিজের পালে দাঁড়াতে সহায়তা করা।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |