| বঙ্গাব্দ
ad728
ad728

বটিয়াঘাটা বরন ফেরিঘাট ইজিবাইক মালিক শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলনে থানায় অভিযোগ

রিপোর্টারের নামঃ Super Admin
  • আপডেট টাইম : 01-10-2025 ইং
  • 1637 বার পঠিত
বটিয়াঘাটা বরন ফেরিঘাট ইজিবাইক মালিক শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলনে  থানায় অভিযোগ
ছবির ক্যাপশন: বটিয়াঘাটা বরন ফেরিঘাট ইজিবাইক মালিক শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলনে থানায় অভিযোগ

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ

গতকাল বুধবার বেলা ১:০০ টার সময় বরণপাড়া ফেরিঘাট ইজিবাইক মালিক শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড ভাঙচুর ও সমিতির কিছু ব্যক্তিকে গালি গালাজ  সহ নানা ধরনের হুমকির প্রতিবাদে বটিয়াঘাটা থানায় সমিতির সভাপতি আশরাফুল আলম শেখ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়।

৩০/০৯/২৫ তারিখে কাতিয়া নাংড়া সমবায় সমিতির স্লামালাইকুম ইলিয়াস হালদার, সাধারণ সম্পাদক ফরহাদ,  ফারুক হালদার, মাসুদ হালদার,সহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি বরণপাড়া ফেরিঘাট ইজি বাইক সমিতির সাইনবোর্ড    ভাঙচুর করে প্রতিবাদ করতে গেলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এছাড়া ইজিবাইকে লোক উঠানো নিয়েও বরণ পাড়া  ফেরিঘাট ইজিবাইক সমিতির চালকদের সিরিয়াল দিতে  বাঁধা প্রধান সহ নানা রকম হুমকি ধামকিতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে যেকোনো সময় হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

থানায় অভিযোগের পর অফিসার ইনচার্জ আব্দুর রহিম এসআই রুবেলকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের  জন্য দায়িত্ব প্রদান করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোচিত সংবাদ - সত্যের কথা বলে | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় এম এইচ মিডিয়া গ্রুপ লি: