| বঙ্গাব্দ
ad728
ad728

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানসহ আঃ লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্টারের নামঃ Super Admin
  • আপডেট টাইম : 01-10-2025 ইং
  • 1633 বার পঠিত
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানসহ আঃ লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
ছবির ক্যাপশন: কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানসহ আঃ লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় এক ইউনিয়ন চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (০১ অক্টোবর) সারা দিন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট ও ভাংগামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাছেন আলী (৬৭), ভাংগামোড় ইউনিয়নের বোয়ালভীড় গ্রাম আওয়ামী লীগ কর্মী মো. মকবুল হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের আওয়ামী লীগ কর্মী আবু বক্কর সিদ্দিক (৩৫)।

জানা গেছে, বিএনপিকর্মী হজরত আলীকে হত্যাচেষ্টা করে টাকা ছিনতায়ের ঘটনায় ফুলবাড়ী থানায় গত ২০ জানুয়ারি দায়েরকৃত মামলার তদন্তে আসামিদের সংশ্লিষ্টতা পায় পুলিশ।

কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের পর আসামিরা গোপনে চলাফেরা করার কারণে এত দিন তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বুধবার দুপুরে তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত আলী সরকার জানান, বুধবার সন্ধ্যায় আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোচিত সংবাদ - সত্যের কথা বলে | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় এম এইচ মিডিয়া গ্রুপ লি: