আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় এক ইউনিয়ন চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০১ অক্টোবর) সারা দিন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট ও ভাংগামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাছেন আলী (৬৭), ভাংগামোড় ইউনিয়নের বোয়ালভীড় গ্রাম আওয়ামী লীগ কর্মী মো. মকবুল হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের আওয়ামী লীগ কর্মী আবু বক্কর সিদ্দিক (৩৫)।
জানা গেছে, বিএনপিকর্মী হজরত আলীকে হত্যাচেষ্টা করে টাকা ছিনতায়ের ঘটনায় ফুলবাড়ী থানায় গত ২০ জানুয়ারি দায়েরকৃত মামলার তদন্তে আসামিদের সংশ্লিষ্টতা পায় পুলিশ।
কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের পর আসামিরা গোপনে চলাফেরা করার কারণে এত দিন তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার দুপুরে তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত আলী সরকার জানান, বুধবার সন্ধ্যায় আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |