অপু কিরনঃ
কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার বলেছেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে বৈষম্যহীন বাংলাদেশ, অন্যায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ, গুম খুন মুক্ত বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ও আগামীর একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য জামায়াতে ইসলামীর কর্মীদেরকে কাজ করতে হবে।
শনিবার (৪অক্টোবর) বিকালে মর্তুজা বাদ ফাযিল মাদ্রাসা হল মিলনায়তনে উপজেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আমীর মমিনুল হক সরকার বলেন, বিগত দিনের গুম, খুন, হত্যা, হামলা, মামলা ও নির্যাতন নিপীড়নের শিকার এবং মৌলিক অধিকার বঞ্চনায় বাংলার সর্বস্তরের মানুষ অতিষ্ঠ ছিল। যে কারণে চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্রদের সাথে সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল।
একইভাবে ডাকসু ও জাকসু নির্বাচনে দীর্ঘদিন থেকে ভোট প্রদান তথা নেতৃত্ব বেছে নেয়ার ক্ষেত্রে বিগত ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী ছাত্র সংগঠনের প্রতিবন্ধকতায় সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। সাধারণ ছাত্ররা তাদের যোগ্যতা ও মননশীলতা দিয়ে সঠিক নেতা নির্বাচন করেছেন।
ঠিক সেভাবেই আগামী জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনেও এরকম বিপ্লব ঘটে যাবে। তাই জনগণের মনোবাসনা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বকে সার্বিকভাবে যোগ্য, দক্ষ ও সততার প্রতিক হয়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, আমরা যদি সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করি তাহলে উপজেলায় সব নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করা সম্ভব হবে। এজন্য এখন থেকেই কাজ শুরু করার আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন, এডভোকেট সামাদ মোল্লা, সাইফুল ইসলাম সিরাজী, ফারুক আহমাদ, আব্দুল মজিদ প্রমুখ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |