পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
কোমলমতি হাফেজদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন
বাংলাদেশ এর হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন পর্ব সম্পন্ন হয়েছে।
হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর চট্টগ্রামে প্রথম অডিশন শুরু ও সম্পন্ন হয়েছে।
২০ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শিরোনামে পটিয়া পৌরসভায় ইন্দ্র পুল হল টুডে ক্লাবে রেজিস্ট্রেশন পর্বের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়।
ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজনে হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ সর্ব শেষ অডিশন চলছে সারাদিন।
সরেজমিনে ক্লাবে গিয়ে দেখা যায়, প্রতিযোগীরা সুশৃঙ্খলভাবে ক্বাবের হল রুমে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করছে।
স্বেচ্ছাসেবীরা শৃঙ্খলা বজায় রাখার কাজ করছেন।
প্রতিযোগীদের পদচারণায় ক্ল্যাবের হল রুমে সুশৃঙ্খল সৃষ্টি হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন বলেন এ বছর উপজেলা ভিত্তিক অডিশন পর্বে হাফেজদের নিয়ে প্রতিযোগিতা অডিশন পর্ব সম্পন্ন করেছে।
ফাউন্ডেশন ভাইস চেয়ারম্যান হাপেজ মাওলানা ইয়াছিন আরাফাত জানান, জাতিকে আলোকিত করতে প্রতি বছর আল্লাহর দেওয়া কুরআনের নূর সারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিবে
অডিশনে উত্তীর্ণ হাফেজদের নিয়ে পরবর্তীতে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। সকল প্রস্তুতি কার্যক্রম প্রায় সম্পন্ন।
অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে মান্যগণ্য আলেম-ওলামা, বিশিষ্ট লেখক কলামিস্ট ও সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিতি ছিল । আগামী ফাইনাল অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানান।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সেলিম উদ্দীন চৌধুরী জানান, প্রতিযোগিতায় প্রায় ৩৫০ থেকে ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে
১০ থেকে ১৫ বছর পড়ুয়া হাফেজরা। সর্ব শেষ অডিশনে উপস্থিতি দেখে আমার মন ভরে গেল।
আগামী ফাইনাল অডিশনে সবার উপস্থিতি কামনা করছি।
অডিশনে বিচারক হিসেবে ছিলেন
হাফেজ মাওলানা আজিজুল হক, শিক্ষক আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া, হাফেজ মাওলানা মুহিব্বুল্লাহ শিক্ষক বাইতুশ্ শরফ পটিয়া,
হাফেজ মাওলানা সাজ্জাদ হোসেন সাবেক শিক্ষক জামিয়া ইসলামিয়া পটিয়া, মাওলানা ক্বারি মাহমুদউল্লাহ,
মাওলানা ক্বারি ফরহাদ সহ বরেণ্য হাফেজরা।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইরফান কাসেমী, সিনিয়র শিক্ষক আল জামিয়া ইসলামীয়া মাদ্রাসা।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাওলানা বেলাল উদ্দিন আযাদি
পরিচালক দারুত তাকওয়া মাদ্রাসা
বিশেষ অতিথি ছিলেন মাহামুদুল হাসান, মোরশেদুল আলম, মুহাম্মদ আলমগীর, মাওলানা মুহাম্মদ ইব্রাহীম , শাহান আহমেদ রায়হান, ,মাওলানা আবু ছিদ্দিক, পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মতলবুর রহমান হায়দার, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা রাশেদ সুলতান, প্রমুখ।
বিশেষ দ্রষ্টব্য:- ৫ পারা গ্রুপের ১৫ জন এবং ১০ পারা গ্রুপের ১৫ জন।
মোট ৩০ জনকে ইয়েস কার্ড ও ক্রেস্ট ও হুসনে ছাওদ বিভাগে ১৫ জনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |