বরকত উল্লাহ, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ভালুকায় শ্রবণ প্রতিবন্ধী ঐক্য পরিষদ ও জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার সকালে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শ্রবণ প্রতিবন্ধী নারী-পুরুষ ও সংগঠনের সদস্যরা।
তারা জানান, দীর্ঘদিন ধরে শ্রবণ প্রতিবন্ধীরা জীবিকার সুযোগ, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তায় নানা বঞ্চনার শিকার হচ্ছেন।
এ অবস্থায় তাদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ৭ দফা দাবি জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলোর মধ্যে রয়েছে—
১️ শ্রবণ প্রতিবন্ধীদের জন্য টেকসই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা,
২️ বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন,
৩️ কর্মক্ষেত্রে কোটা বাস্তবায়ন,
৪️ সরকারি সহায়তা ও ভাতা বৃদ্ধিসহ নিয়মিত প্রদান,
৫️ চিকিৎসা সেবা সহজলভ্য করা,
৬️ সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং
৭ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা পেলে শ্রবণ প্রতিবন্ধীরাও জাতির উন্নয়নে অবদান রাখতে সক্ষম।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |