মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধিঃ
মালদ্বীপের রাজধানী মালেতে, ২৩ অক্টোবর ২০২৫: বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ সরকার।
দেশটির সিটিজ, লোকাল গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক ওয়ার্কস মন্ত্রী আদম শরীফ উমারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন আগ্রহের কথা জানিয়েছেন মালদ্বীপের মন্ত্রী।
বৃহস্পতিবার মালেতে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম ও মন্ত্রী আদম শরীফ উমারের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা স্থানীয় সরকার ব্যবস্থা, বিকেন্দ্রীকরণ এবং জনখাত উন্নয়ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
মন্ত্রী আদম শরীফ উমার বলেন, বাংলাদেশ মালদ্বীপের নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী দেশ।
দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা ব্যক্ত করেন তিনি।
মালদ্বীপ সরকারের বিকেন্দ্রীকৃত প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা এবং দ্বীপ কাউন্সিলগুলোর ক্ষমতায়নের প্রতি সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন মন্ত্রী।
তিনি বাংলাদেশের সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্রঋণ ও মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সফল অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে মালদ্বীপের আগ্রহের কথা জানান।
সেই সঙ্গে তিনি মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন, যারা দেশটির অবকাঠামো ও অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
প্রত্যুত্তরে হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম মালদ্বীপ সরকারের প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য প্রদত্ত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বাংলাদেশের পক্ষ থেকে স্থানীয় সরকার ব্যবস্থাপনা, সক্ষমতা বৃদ্ধি ও দক্ষ জনশক্তি উন্নয়নে কারিগরি সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উভয়পক্ষ নিকট ভবিষ্যতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।
এতে দুই দেশের মধ্যে স্থানীয় সরকার উন্নয়ন ও মানবসম্পদ সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আশা করা হচ্ছে।
সাক্ষাৎটি বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় ও ফলপ্রসূ করার পাশাপাশি পারস্পরিক শিক্ষা বিনিময় এবং টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করে সফলভাবে সম্পন্ন হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |